খুঁজুন
শনিবার, ১৪ জুন, ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২

অভিযানে গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
অভিযানে গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চুরি, ডাকাতি, ছিনতাই রোধে শুরু হয়েছে বিশেষ অভিযান। গতরাত থেকে শুরু হওয়া এই অভিযান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযান পরিচালনায় কেউ গাফিলতি করলে তাকে ছাড় দেওয়া হবে না।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের সার্বিক পরিস্থিতি, গতরাত থেকে শুরু হওয়া অভিযান ও এর সফলতা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সফলতা-ব্যর্থতা আপনারা (সাংবাদিক) মূল্যায়ন করবেন। এ অভিযান যেভাবে সাজিয়েছি, যদি কোনো জায়গায় আমার কোনো কর্মচারী বা কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসব।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র‌্যাব হোক, আনসার বা কারা অধিদপ্তরের সদস্য হোক। ঠিকমতো কাজ না করলে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।

অভিযানের সবশেষ অবস্থা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তো ভাবছিলাম, আপডেট আপনারা দেবেন। আপনারা সত্য সংবাদ প্রকাশ করুন। দেখুন, আমরা ব্যবস্থা নিই কি না। দুই এসপির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। সত্য সংবাদের ভিত্তিতে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ৫ যাত্রী নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৩:০২ অপরাহ্ণ
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ৫ যাত্রী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— পঞ্চগড় জেলার বোদা উপজেলার এরশাদ, একই উপজেলার তামান্না আক্তার, চালকের সহকারী নওগাঁ সদরের আমিনুর ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস যাত্রীদের নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধারে আমবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। বাসটি সড়কে থেমে থাকা আম‌বোঝাই ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন মারা যান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ‘নূরজাহানপুর এলাকায় আমবাহী কয়েকটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন।

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ২:০৪ অপরাহ্ণ
তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর তার দেশের ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, তারেক রহমান দেশের নাগরিক।
যখন ইচ্ছা করবেন, তখনই দেশে ফিরতে পারবেন। এর জন্য কোনো বাধা নেই বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে পুশইন (জোরপূর্বক আটক) নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘যদি আমাদের নাগরিকরা ভারতের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আমরা তাদের ফিরিয়ে নেব। তবে সেটা নির্ধারিত নিয়ম অনুসারে হতে হবে।তিনি বলেন ভারত সরকার এই নিয়ম মানছে না। তারা জঙ্গলে ও রাস্তায় অমানবিকভাবে পুশইন করছে।বাংলাদেশ সরকার দিল্লির হাইকমিশনারকে অবগত করেছে। পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে কথা বলেছেন।করোনা সংক্রমণ ঠেকাতে ভারতসহ বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান তিনি।এ সময় সাংবাদিকদেরকে সতর্ক করে তিনি বলেন, ‘খণ্ডিত তথ্য সংবাদ প্রকাশ করলে তা পাশ্ববর্তী দেশগুলোর স্বার্থে ব্যবহার হতে পারে। তাই পুরো তথ্যই জানাতে হবে।এদিন সালনা হাইওয়ে থানা পরিদর্শনের সময় গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ভ. যাবের সাদেকসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরিদর্শনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করবেন বলে জানা গেছে।

বোচাগঞ্জ ব্যানানা ম্যাংগো চাষে রঙ্গিন স্বপ্ন বুনছেন কৃষক সাগর

আজকের বোচাগঞ্জ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ
বোচাগঞ্জ ব্যানানা ম্যাংগো চাষে রঙ্গিন স্বপ্ন বুনছেন কৃষক সাগর

oppo_0

দূর থেকে হঠাৎ করে দেখলে মনে হবে থোকায় থোকায় আম গাছে কলা ঝুলছে। কিন্তু না, একটু পরখ করলে বোঝা যাবে আসলে কলা নয়, আম গাছে আমই ঝুলছে। তবে কলার মতো দেখতে হওয়ায় এ জাতটির নামকরণ করা হয়েছে ‘ব্যানানা ম্যাংগো’। আর এই ‘ব্যানানা ম্যাংগো’ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের সত্যমানডাঙ্গী গ্রামে কৃষক সাগর চন্দ্র দেবশর্মা প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন।
‘ব্যানানা ম্যাংগো’ চাষ করে সাড়া ফেলেছেন কৃষক সাগর চন্দ্র দেবশর্মা। তার সফলতা দেখে ‘ব্যানানা ম্যাংগো’ চাষে উৎসাহিত হচ্ছেন এলাকার অনেক কৃষক। এই উন্নত জাতের আম চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে কাজ করছেন কৃষি বিভাগ।
ব্যানানা ম্যাংগো (কলা আম) শত ভাগ বিষ মুক্ত হওয়ায় এই আমের চাহিদা ও জনপ্রিয়তা বিশ্বময়।
জানা যায়, সাগর চন্দ্র দেবশর্মা গত তিন বছর ধরে “ব্যানানা ম্যাংগো” চাষ করে আসছেন। কিন্তু এবছর বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় গুড এগ্রিকালচারাল প্রাকটিসেস (গ্যাপ) এর নীতিমালা অনুসরণে বিষমুক্ত আম চাষ শুরু করেছে। তার বাগানে ব্যবহার করা হয়েছে সেক্স ফেরোমোন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, ফল ব্যাগিং, জৈব বালাইনাশক এবং পুরো বাগান নেটিংয়ের মাধ্যমে ঘিরে রাখা হয়েছে। ফলে কোনো রাসায়নিক কীটনাশক ছাড়াই আম উৎপাদন সম্ভব হচ্ছে।
কৃষক সাগর চন্দ্র দেবশর্মা খোলা কাগজ কে বলেন, গত তিন বছর আম ফলনের সময় প্রচুর পরিমাণে স্প্রেকরতে হতো এতে আমার খরচও বেশি হত। কিন্তু বেশি আমের ফলন পেতাম না। এবছর আমি বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতা ও নীতিমালা অনুসরণে বিষমুক্ত আম চাষ শুরু করেছি। এতে করে আমার খরচও কম হয়েছে। এবং আমের ফলনও বেশি হয়েছে। আমি আশা করি যে গত বছরের চেয়ে এবছর বেশি আয় হবে। এই প্রদ্ধিতে আম চাষ করে যেমন খরচ সাশ্রয়ী, তেমনি স্বাস্থ্যকরও।”
বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার শাহা বলেন, “আমরা দেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পার্টনার প্রকল্পের আওতায় গুড এগ্রিকালচারাল প্রাকটিসেস (গ্যাপ) নীতিমালা অনুসরণ করে বিভিন্ন ফল ও সবজির প্রদর্শনী বাস্তবায়ন করে যাচ্ছি। ব্যানানা ম্যাংগো জাতের আমটি অত্যন্ত সুস্বাদু ও রপ্তানিযোগ্য। প্রতিটি আমের গড় ওজন ৫০০ থেকে ৭০০ গ্রাম। আশা করছি এই কৃষি উদ্যোক্তা “ব্যানানা ম্যাংগো” আবাদ করে লাভবান হবে।