খুঁজুন
সোমবার, ১৬ জুন, ২০২৫, ২ আষাঢ়, ১৪৩২

জুলাই অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১১ দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
জুলাই অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১১ দাবি

জুলাই অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১১ দফা দাবি জানিয়েছে নারীপক্ষ।
শুক্রবার (০৭ মার্চ) বেলা ১১টার দিকে প্রেসক্লাবে আয়েজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।

তাদের দাবিগুলো হলো-
১. নারীর ওপর যেকোনো ধরনের সংঘবদ্ধ সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
২. সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দাপ্তরিক বা অধিকারভিত্তিক কমিটি, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান উপস্থিতি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
৩. জুলাই অভ্যুত্থানের নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
৪. নারী, কন্যাশিশু, আদিবাসী, প্রতিবন্ধী, ধর্মীয় সংখ্যালঘু ও লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত, লিঙ্গভিত্তিক, সাম্প্রদায়িক ও গণসহিংসতা বন্ধ এবং মৌলবাদী ও উগ্রবাদী সংস্কৃতির বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৫. ধর্ষণ, যৌতুক, যৌননিপীড়ন ও উত্ত্যক্তকরণ এবং নারীর প্রতি সহিংসতাবিরোধী প্রচলিত আইনসমূহ নারীর বৈচিত্র্যময় জীবন ও বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে সর্বোচ্চ স্বার্থ ও সম-অধিকার বিবেচনায় সংশোধন ও পরিমার্জন করতে হবে।
৬. আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, প্রতিবন্ধী, গৃহকর্মী, গার্মেন্টস কর্মী এবং অন্যান্য অনানুষ্ঠানিক খাতে কর্মরত নারী ও প্রবাসী নারীদের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করতে হবে।
৭. প্রতিবন্ধী নারীর জন্য গণপরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও বিচারব্যবস্থাকে সম্পূর্ণ প্রবেশগম্য করতে হবে এবং বিশেষ সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৮. প্রতিটি জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার, নারীসহায়তা ও তদন্ত বিভাগ, কাউন্সেলিং, সাইবার সাপোর্ট ও পুনর্বাসন ব্যবস্থা চালু করতে হবে।
৯. সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মে নারীবিদ্বেষী কার্যক্রম ও প্রচার নিষিদ্ধ করতে কঠোর সাইবার আইন প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করতে হবে।
১০. নারীর প্রতি সহিংসতা বিরোধী আইন, নারীর অধিকার ও সহায়তা সংক্রান্ত সকল ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
১১. জাতীয় শিক্ষা কারিকুলামে বয়সভিত্তিক জেন্ডার সংবেদনশীলতা ও ইতিবাচক যৌনশিক্ষা কার্যক্রম চালু করতে হবে।

‘আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারীপক্ষ এসব দাবি জানিয়েছে। বাংলাদেশে ‘আন্তর্জাতিক নারী দিবস কমিটি’র আয়োজনে বিগত ৩৪ বছর ধরে তারা দিবসটি পালন করে আসছে।

আজ ঢাকায় আন্তর্জাতিক নারী দিবস কমিটি এবং ঢাকার বাইরের ১৮টি জেলায় ‘দুর্বার নেটওয়ার্ক’ ও সহযোগী সংগঠনের মাধ্যমে একই কর্মসূচি করা হচ্ছে।

ইউনূস-তারেক বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট: রিজওয়ানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ
ইউনূস-তারেক বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট: রিজওয়ানা

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ জুন) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, দেশের যেকোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয়। প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে।এ সময় তিনি বলেন, দীর্ঘ ছুটির অধিকাংশ সময়ে মাঠেই ছিলাম। স্বস্তির সঙ্গে মানুষ ঈদ উদযাপন করেছে।

বোচাগঞ্জে সম্পত্তির মালিক দাবী করে সংবাদ সম্মেলন :মোঃ রেজাউল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ
বোচাগঞ্জে সম্পত্তির মালিক দাবী করে সংবাদ সম্মেলন :মোঃ রেজাউল

oplus_2

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছোট বালিহারা মৌজার সি এস খতিয়ান-৫৬ এস এ খতিয়ান-৭৮, দাগ- ২৪৩, ২৩০ ও ২২২ এর ১ শত ৪০ শতক জমির মালিক দাবী করে ১৫ জুন রবিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মোঃ রেজাউল করিম গং।
সংবাদ সম্মেলনে তারা দাবী করেন, মৃত ইরসাদ আলী মাষ্টার তিনি জীবিত থাকা অবস্থায় উপরোক্ত দাগের জমি রেকডিয় মালিকের কাছ থেকে না কিনে শুধুমাত্র নাম সর্বস্ব অন্য লোকের থেকে ক্রয় দেখিয়ে দলিল সৃষ্টি করেছে। এ অবস্থায় প্রকৃত হকদারকে বঞ্চিত করেছেন মরহুম ইরশাদ আলী মাষ্টার। এবং এই কাল্পনিক দলিল সৃষ্টি করায় মরহুম ইরশাদ আলীর ওয়ারিস যারা আছেন ঐ সকল জমি ও জমির ফসল ভোগ দখল করছেন। অথচ আমরা প্রকৃত রেকডিয় সুত্রের মালিকগন অভাব অনটনের মধ্যে মানবেতর জীবন যাপন করছি। আমরা রেকডিয় মূল মালিকগন ইরশাদ আলী মাষ্টারের বর্তমান ওয়ারিশদের ভুমি আইনের আওতায় এনে আমাদের নায্য অধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুতি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে রেকর্ড সুত্রে জমির মালিক দাবীকারীরা তাদের পক্ষে থাকা জমির রেকডিয় কাগজপত্র প্রদর্শন করেন। এ সময় জমির মালিক দাবীকারী মোঃ বেলাল হোসেন ও মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ৫ যাত্রী নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৩:০২ অপরাহ্ণ
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ৫ যাত্রী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— পঞ্চগড় জেলার বোদা উপজেলার এরশাদ, একই উপজেলার তামান্না আক্তার, চালকের সহকারী নওগাঁ সদরের আমিনুর ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস যাত্রীদের নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধারে আমবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। বাসটি সড়কে থেমে থাকা আম‌বোঝাই ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন মারা যান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ‘নূরজাহানপুর এলাকায় আমবাহী কয়েকটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন।