খুঁজুন
সোমবার, ১৬ জুন, ২০২৫, ২ আষাঢ়, ১৪৩২

তেঁতুলিয়ায় আটক ৫ ডাকাত টাঙ্গাইলে ডাকাতিতে জড়িত

জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ
তেঁতুলিয়ায় আটক ৫ ডাকাত টাঙ্গাইলে ডাকাতিতে জড়িত

আটককৃতরা হলেন- রংপুরের আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), বাদশা ফকিরের ছেলে হাসানুর, আব্দুল জব্বারের ছেলে আয়নাল এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার রিয়াজউদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (৪০)।
সোমবার (৩ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী।
পুলিশ সুপার জানান, গত ২৫ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলে স্কুলবাসে ডাকাতির পর পুলিশ ডাকাতদের ধরতে সারা দেশে অভিযান শুরু করে। এরই সূত্র ধরে টাঙ্গাইল জেলা পুলিশের একটি দল ডাকাতদের অবস্থান নিশ্চিত করতে রংপুরে আসেন। একপর্যায়ে ডাকাতদের অবস্থান পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে দেখা যায়। পরে টাঙ্গাইল জেলা পুলিশ পঞ্চগড় জেলা পুলিশকে বিষয়টি জানায়। বিষয়টি জানার পর অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, তেঁতুলিয়া থানার ওসি এনায়েত কবীর, সদর থানার ওসি (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দিসহ ডিবি পুলিশ অভিযান শুরু করে। এরই মাঝে রাতেই খবর পাওয়া যায় তেঁতুলিয়ার আজিনগর এলাকায় বেলায়েত মাস্টারের বাড়িতে ডাকাতি হচ্ছে। পরে তেঁতুলিয়ায় একদিকে গ্রামগুলোতে তল্লাশি, অপরদিকে সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। যেহেতু এটা প্রান্তিক এলাকা, তাই ডাকাত দলের পালানো সহজ হবে না। তাই চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক
তিনি আরও জানান, রোববার সকালে তেঁতুলিয়া থেকে ভজনপুর দিয়ে বাসযোগে ডাকাতরা পালানোর সময় ভজনপুর চেকপোস্টে বাস থামিয়ে তল্লাশি করলে পাঁচজন ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এদের মধ্যে আনোয়ার হোসেন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তিনি ডাকাতদের পরিবহন করেন। ডাকাতদের কাছ থেকে ১২ হাজার টাকাসহ স্বর্ণ ও রূপার স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী বলেন, এ ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছে কিনা বা ডাকাত দলের আরও কোনোসদস্য পঞ্চগড়ে লুকিয়ে আছে কিনা এসব নিয়ে তদন্ত চলছে।

ইউনূস-তারেক বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট: রিজওয়ানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ
ইউনূস-তারেক বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট: রিজওয়ানা

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ জুন) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, দেশের যেকোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয়। প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে।এ সময় তিনি বলেন, দীর্ঘ ছুটির অধিকাংশ সময়ে মাঠেই ছিলাম। স্বস্তির সঙ্গে মানুষ ঈদ উদযাপন করেছে।

বোচাগঞ্জে সম্পত্তির মালিক দাবী করে সংবাদ সম্মেলন :মোঃ রেজাউল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ
বোচাগঞ্জে সম্পত্তির মালিক দাবী করে সংবাদ সম্মেলন :মোঃ রেজাউল

oplus_2

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছোট বালিহারা মৌজার সি এস খতিয়ান-৫৬ এস এ খতিয়ান-৭৮, দাগ- ২৪৩, ২৩০ ও ২২২ এর ১ শত ৪০ শতক জমির মালিক দাবী করে ১৫ জুন রবিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মোঃ রেজাউল করিম গং।
সংবাদ সম্মেলনে তারা দাবী করেন, মৃত ইরসাদ আলী মাষ্টার তিনি জীবিত থাকা অবস্থায় উপরোক্ত দাগের জমি রেকডিয় মালিকের কাছ থেকে না কিনে শুধুমাত্র নাম সর্বস্ব অন্য লোকের থেকে ক্রয় দেখিয়ে দলিল সৃষ্টি করেছে। এ অবস্থায় প্রকৃত হকদারকে বঞ্চিত করেছেন মরহুম ইরশাদ আলী মাষ্টার। এবং এই কাল্পনিক দলিল সৃষ্টি করায় মরহুম ইরশাদ আলীর ওয়ারিস যারা আছেন ঐ সকল জমি ও জমির ফসল ভোগ দখল করছেন। অথচ আমরা প্রকৃত রেকডিয় সুত্রের মালিকগন অভাব অনটনের মধ্যে মানবেতর জীবন যাপন করছি। আমরা রেকডিয় মূল মালিকগন ইরশাদ আলী মাষ্টারের বর্তমান ওয়ারিশদের ভুমি আইনের আওতায় এনে আমাদের নায্য অধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুতি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে রেকর্ড সুত্রে জমির মালিক দাবীকারীরা তাদের পক্ষে থাকা জমির রেকডিয় কাগজপত্র প্রদর্শন করেন। এ সময় জমির মালিক দাবীকারী মোঃ বেলাল হোসেন ও মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ৫ যাত্রী নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৩:০২ অপরাহ্ণ
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ৫ যাত্রী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— পঞ্চগড় জেলার বোদা উপজেলার এরশাদ, একই উপজেলার তামান্না আক্তার, চালকের সহকারী নওগাঁ সদরের আমিনুর ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস যাত্রীদের নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধারে আমবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। বাসটি সড়কে থেমে থাকা আম‌বোঝাই ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন মারা যান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ‘নূরজাহানপুর এলাকায় আমবাহী কয়েকটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন।