দিনাজপুরে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল দিনাজপুর এর উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস-২০২৫ উপলক্ষ্যে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী-২০২৫) বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে দিনাজপুর শহর ও বিরল পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
বিশ্ব ক্যান্সার দিবসটি উদযাপনে লিফলেট বিতরণের উদ্দেশ্য হলো মারাত্মক ও প্রাণঘাতী এ কর্কট রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয়া এবং এ রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা। বিশ্বে মৃত্যুর দ্বিতীয় কারণে রয়েছে এই ক্যান্সারের নাম।
জনসচেতনতা মূলক লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির, যুগ্ম সম্পাদক মো. রাহবার কবির পিয়াল, জিয়া হার্ট ফাউন্ডেশনের সদস্য ডাঃ মো. গোলাম গাউস মন্টু, খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সদস্য শাহিন খান, মো. আখতারুজ্জামান, শওকতউল্লাহ্ বাদশা, শামীম খান, গোলাম রসুল রকেট, খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের চিকিৎসক ডাঃ বর্ণি প্রমুখ।
খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির বলেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সার তাড়াতাড়ি ধরা পড়ে এবং চিকিৎসা করা সহজ হয়। ক্যান্সারের লক্ষণগুলো নির্ভর করে ক্যান্সার কোথায়, এটি কতটা বড় এবং এটির কাছাকাছি কোন অঙ্গ বা টিস্যুকে কতটা প্রভাবিত করে, তার উপর। তিনি বলেন, ক্যান্সার রোধে মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। এছাড়া নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সুস্থ থাকা সম্ভব।
আপনার মতামত লিখুন