ফরিদা পারভিনের শারীরিক অবস্থা জানালেন গায়িকার মেয়ে

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা পারভিন। এ সময় জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে উদ্বিগ্ন ভক্তরা। উদগ্রীব হয়ে আছেন তারা। ফরিদা পারভীনের শারীরিক অবস্থা জানালেন গায়িকার মেয়ে জিহান ফারিহা।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তির সময় বাড়তি সতর্কতার জন্য আইসিইউতে নেওয়া হয়েছিল। আপাতত তেমন কোনো জটিলতা নাই।
অসুস্থতার কারণ সম্পর্কে তিনি আরও বলেন, ‘আম্মুর কিডনির সমস্যা বহু আগে থেকে। এরমধ্যে জ্বর ও নিউমোনিয়া হয়েছিল। এখন তিনি স্ট্যাবল।’
জানা গেছে দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভিন। আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকেই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন ফরিদা পারভীন। সে সময়ও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহের কাছে লালন সংগীতের তালিম নেন ফরিদা পারভীন।
সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান তিনি। এছাড়াও অসংখ্য পুরস্কার ও সম্মাননা রয়েছে তার। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।
আপনার মতামত লিখুন