বোচাগঞ্জে সনাতন ধর্ম্বাবলীদের সাথে কুশল বিনিময় করলেন বিএনপির মনোয়ন প্রত্যাশী আ.ন.ম বজলুর রশিদ কালু

দিনাজপুরের বোচাগঞ্জে গত ২০মার্চ বৃহস্পতিবার ৪০তম শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে সনাতন ধর্ম্বালীদের সাথে কুশল বিনিময় করেছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান দিনাজপুর-২- বিরল বোচাগঞ্জ আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আ.ন.ম বজলুর রশিদ কালু। রাত আনুমানিক ১০টার সময় প্রথমে তিনি সেতাবগঞ্জ পৌর সভার মুর্শদহাট (মালিপাড়া) শ্রী শ্রী রাধা গোবিন্দ সার্বজনীন হরিবাসর মন্দির এবং এর পর বোচাগঞ্জ উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের দৌলতপুর কুচিয়াকালী হরিবাসর মন্দির পরিদর্শন করেন। এসময় বিএনপির এই ত্যাগীনেতা বলেন, আমরা বাংলাদেশের মানুষ। বাংলাদেশ হলো ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলমান, খ্রীষ্টান, আদিবাসী থেকে শুরু করে সকল ধর্মের মানুষ বসবাস করে। সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করবে এটি আমাদের সকলের কাম্য। আমরা যদি জাতিগত সকল ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আগামী প্রজন্মকে একটি সুখী সমৃদ্ধশীলী অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিতে সক্ষম হব।
আপনার মতামত লিখুন