পার্বতীপুরে ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন এর ১৬ তম শাখার শুভ উদ্বোধন

দিনাজপুরের পার্বতীপুরে ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সুন্দরীপাড়া শাখার ফিতা কেটে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় সুন্দরীপাড়া ওয়াবদা সংলগ্ন ১৬ তম অফিসে শুরুতে ফিতা কেটে পরে কোরআন তেলাওয়াত ও ফুলেল শুভেচ্ছা দিয়ে অতিথিবৃন্দদের বরণ করে নিয়ে শাখার শুভ উদ্বোধনের সূচনা করা হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক, পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান/রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান (সিয়াম) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র এ, জেড, এম মেনহাজুল হক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, অত্র শাখার সভাপতি মাহবুর আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন, মনিহারি পট্টী ব্যাবসায়ী সমিতির সভাপতি, অত্র কমিটির উপদেষ্টা মন্ডলী ও ৩ নং রামপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফুল আলম সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সরদার। সিনিয়র যুগ্ন সম্পাদক আকরাম হোসেন মাস্টার। পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু।
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ সরকার। দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর প্রামাণিক। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফী প্রিন্স। পরিচালনা কমিটির লেবু ও সোহেল রানা প্রমুখ। এসময় শাখায় আশরাফুল আলম সরকার, শফিকুল ইসলাম প্রামাণিক ও সাইদুল ইসলামকে উপদেষ্টা করে, মাহবুর আলম ও আলমগীর হোসেনকে সাধারন সম্পাদক করে ২১ বিশিষ্ট একটি কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয় ও উপস্থিত সকলের মাঝে নতুন কমিটিকে পরিচয় করে দেওয়া হয়। এসময় মিজানুর রহমান সিয়াম নবগঠিত সদস্যবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এই আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর আলম,উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ১৫ টি শাখার সদস্যবৃন্দ ও অত্র শাখার সম্মানিত সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগন।
হেলাল উদ্দিন/রাজ
আপনার মতামত লিখুন