প্লে-অফের আগে রংপুর শিবিরে ইংলিশ ব্যাটার

ব্যাট করতে নামেন মিডল অর্ডারে। গড়টা তাই খুব একটা সমৃদ্ধ না। তবে নামের পাশে ৮ ফিফটি আর ১৪৪ এর বেশি স্ট্রাইকরেট দেখে কিছুটা সমীহ করতেই হয়। টুর্নামেন্টের একেবারে শেষে এসে রংপুর রাইডার্স যে কার্যকরী কিছুর সন্ধানে ছিল, ব্রিটিশ ব্যাটার অনেরিন ডোনাল্ডের অন্তর্ভুক্তিটা হয়ত সেই বার্তাই স্পষ্ট করেছে।
ইংলিশ কাউন্টি ক্রিকেটের খোঁজ রাখলে ২৮ বছর বয়েসী ডোনাল্ডের পরিচয় না জানার কথা নয়। ইংলিশ ক্রিকেটের ঘরোয়া পর্যায়ে মিডল অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলতে অভ্যস্ত এই ব্যাটার। রংপুর রাইডার্স একেবারে শেষ সময়ে এসে এমন এক ব্যাটারকে দলে ভিড়িয়ে নিজেদের ব্যাটিং অর্ডারে কিছুটা অন্তত স্বস্তি পেতে পারে। বিশেষ করে পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ চলে যাওয়ার পর ডোনাল্ডের সংযুক্তি নিশ্চিতভাবেই বড় প্রাপ্তি তাদের জন্য।
২৮ বছর বয়েসী ডোনাল্ডের এখন পর্যন্ত জাতীয় দলে অভিষেক না হলেও খেলে ফেলেছেন ৭৮টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ। ৭৩ ইনিংসে ব্যাট হাতে নেমে করেছেন ১ হাজার ৩৪০ রান। আছে ৮ ফিফটি। ব্যাট চালিয়েছেন ১৪৪.৭০ স্ট্রাইকরেটে।
ডোনাল্ডের কাউন্টি দল ডার্বিশায়ার নিজেদের সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে তার বাংলাদেশে আসার খবর। যদিও বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স এখন পর্যন্ত সে সম্পর্কে কোনো বার্তা দেয়নি।
বিপিএলের শুরু থেকে টানা জয়ে শীর্ষে ছিল রংপুর রাইডার্স। যদিও শেষ চার ম্যাচে টানা হার তাদেরকে ঠেলে দিয়েছে তালিকার তিনে। রংপুর রাইডার্স আজ দুপুরে খেলবে এলিমিনেটর ম্যাচে। যেখানে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। মেহেদি হাসান মিরাজের দলটিও এই মুহূর্তে আছে বেশ ভালো ছন্দে।
রংপুর ও বরিশালের এই ম্যাচে জয় পাওয়া দল পরবর্তীতে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের মধ্যেকার ম্যাচে পরাজিত দলের বিপক্ষে মাঠে নামবে। প্রথম কোয়ালিফায়ারে বরিশাল ও চিটাগাংয়ের ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যায়।
আপনার মতামত লিখুন