খুঁজুন
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন, ১৪৩১

শেষ বলে খুলনাকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৮ পূর্বাহ্ণ
শেষ বলে খুলনাকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নেমেছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। দুই দলের সামনেই এখন লক্ষ্য একটাই। আর তা হলো একাদশ বিপিএলের ফাইনালের টিকিট নিশ্চিত করা। এমন ম্যাচে টসে জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং। আগে ব্যাট কর‍তে নেমে ব্যাটিং বিপর্যয়ের দেখেছিল মেহেদী হাসান মিরাজের দল। সেখান থেকে টেনে তোলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ার। অঙ্কন ফিরে গেলেও ক্যারিবীয় তারকার ঝড়ো অর্ধশতকে ১৬৪ রানেরে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে খুলনা। লক্ষ্য তাড়া করতে নেমে হারতে হারতে খুলনা টাইগার্সের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে চট্টগ্রাম কিংস। তাতে ফাইনেল বরিশালের সঙ্গী চিটাগাং।

ফাইনালে উঠতে ১৬৪ রানের টার্গেট টপকাতে হত চিটাগং কিংসকে। হাসান মাহমুদ শুরুতেই খুলনাকে এনে দেন গুরুত্বপূর্ন দুই ব্রেকথ্রু। প্রথমে পারভেজ হোসেন ইমন, এরপর হাসান দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন গ্রাহাম ক্লার্ককে। দু’জনেই প্যাভিলিয়নে ফিরে যান সমান ৪ রান করে।

তৃতীয় উইকেট জুটিতে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় চিটাগং কিংস। ৭০ রানের জুটিতে দলকে বেশ ভালোভাবে জয়ের পথে রাখেন দুই পাকিস্তানি ব্যাটার খাজা নাফে আর হোসাইন তালাত। নাসুম আহমেদকে অ্যাকশনে এনে উইকেটের দেখা পায় খুলনা। ২৫ বলে ৪০ রান করে ফেলা হোসাইন তালাতকে ফিরিয়ে খুলনার ডাগআউটে স্বস্তি ফেরান নাসুম।

নাসুম নিজের পরের ওভারে এসে তুলে নেন ইনফর্ম শামীম পাটোয়ারির উইকেটও। গুরুত্বপূর্ণ ম্যাচে হাসেনি শামীমের ব্যাট। বাউন্ডারি বিহীন ৭ বলের ইনিংসে শামীম রান পান ৫। পরপর দুই উইকেট শিকার করে আবার ম্যাচে ফিরে আসে খুলনা টাইগার্স।

বরাবরের মতো খাজা নাফে শুরু থেকেই বিধ্বংসী আচরণ করেন খুলনা টাইগার্সের বোলারদের উপর। দাপুটে ব্যাটিংয়ে ৩৬ বলেই পেয়ে যান ফিফটির দেখা।

আগে ব্যাট করতে নেমে খুলনার হয়ে আগে ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ আর মোহাম্মদ নাইম শেখ। তবে শুরুটা ভালো হয়নি খুলনার। দলীয় ১১ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বসে তারা। ব্যর্থ হয়ে ফিরে যান মিরাজ ও অ্যালেক্স রোস। ৬ বল খেলা রস শূন্য হাতে ফিরে যান প্যাভিলিয়নে। আর মিরাজ করেন ২ রান।

স্কোরবোর্ডে ৪২ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারায় দলটি। নাঈম শেখ ১৯ রান এবং আফিফ হোসেন ৮ রান করে ফিরে যান। পরে হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ার। পঞ্চম উইকেট জুটিতে ৫০ বলে ৭৩ রান যোগ করেন দুজনে।

আগের ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ না পেলেও আজ দলকে বিপর্যয় থেকে টেনে তোলার কাজটা করেন দারুণভাবে। বিনুরাকে ছক্কা হাঁকিয়ে ২৯ বলে ফিফটি পূর্ণ করেন হেটমায়ের। এর মাঝে ৩ ছক্কা ও ১ চারে ৩২ বলে ৪২ রানের ইনিংস খেলে উইকেট হারান মাহিদুল অংকন।

ফিফটির পর যেন আরও ভয়ংকর হয়ে উঠেন হেটমায়ের। অপর প্রান্তে দাঁড়িয়ে জেসন হোল্ডার দেখছিলেন হেটমায়ের শো। প্রথম ৩ ওভারে কেবল ৬ রান খরচা করা চিটাগং কিংসের পেসার বিনুরা ফার্নান্দো নিজের শেষ ওভার করতে শিমরন হেটমায়েরের ঝড়ের সামনে রান দেন ২১।

তবে শেষ ডেলিভারিতে হেটমায়েরকে ক্যাচ বানিয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে পান বিনুরা। ৩৩ বলে ৬৩ রান নিয়ে শিমরন হেটমায়ের যখন প্যাভিলিয়নে ফেরেন খুলনার রান তখন ১৯ ওভারে ১৪৬। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানে থামে খুলনার ইনিংস।

তিস্তাপাড়ের মানুষদের কথা শুনলেন পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তারা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণ
তিস্তাপাড়ের মানুষদের কথা শুনলেন পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তারা

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা পুনরুদ্ধার’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ওপর অংশীজনদের কথা শুনলেন পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তারা।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ডালিয়া পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিস্তাপাড়ের মানুষ, তিস্তা নদীরক্ষা আন্দোলনকারী, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।

এর আগে, শুরুতে প্রকল্প বাস্তবায়নকারী প্রত্যাশী ‘পাওয়ার চায়না’র পক্ষে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের সামগ্রিক বিষয় পাওয়ার প্লান্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন প্রকল্পের সিনিয়র এক্সপার্ট মকবুল হোসেন।

এতে বলা হয়, পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পে ১১০ কিলোমিটার নদী তীর সংরক্ষণ ও ড্রেজিং, ২২৪ কিলোমিটার বাঁধ নির্মাণ, মেরামত ও বাঁধের ওপরে রাস্তা নির্মাণ, ৬৭টি গ্রোয়েন নির্মাণ করার পাশাপাশি প্রায় ১৭১ বর্গকিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা হবে।

এছাড়াও প্রকল্পটি বাস্তবায়িত হলে সুবিধা ভোগ করবে তিস্তাপাড়ের মানুষ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নদী গবেষক তুহিন ওয়াদুদ বলেন, তিস্তা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে ভিন্নতর নদী এই নদীতে আমরা মার্চ মাসে গিয়ে একটা গ্রাম দেখলাম এপ্রিল মাসে গিয়ে আমরা হয়ত সেই গ্রাম টা খুঁজে পাবো না পানিতে চলে গেছে। আবার এপ্রিল মাসে গিয়ে দেখবো সেখানে চড় জেগে উঠেছে নদী নিয়ে আরও বিভিন্ন বিষয় তুলে ধরেন। নদী পাড়ের মানুষদের জমির মালিকানা নিয়ে কথা বলেন এই নদী গবেষক।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, পাওয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার হান কুন,

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের আমীর আব্দুস সাত্তার, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম- সূখ্য, সংগঠন আবু সাঈদ লিওন সহ অন্যান্যরা এসময় বক্তব্য দেন।

বোচাগঞ্জে ডায়াবেটিস ভালো হয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফরিদ আহমেদ
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ
বোচাগঞ্জে ডায়াবেটিস ভালো হয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ওয়েলনেস নিউট্রেশন লিমিটেড আয়োজিত ডায়াবেটিস ভালো হয় শীর্ষক দিন ব্যাপী সেমিনার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বুধবার উক্ত সেমিনার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ মারুফ হাসান। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ও ওয়েলনেস নিউট্রেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক পুষ্টিবিদ মোঃ সোলায়মান হোসাইন স্বাস্থ্য সচেতনা মুলক বিভিন্ন বিষয়ে যেমন ডায়াবেটিস কি, কেন হয় এবং প্রতিকার কি তার বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন। আরো বক্তব্য দেন ওয়েলনেস নিউট্রেশন লিমিটেড পরিচালক আরজিনা পারভিন রিটা, মোঃ আইয়ুব আলী, মোঃ রেজাউল হক প্রমুখ।
ক্যাপশনঃ বোচাগঞ্জে, ডায়াবেটিস ভালো হয় শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন ওয়েলনেস নিউট্রেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক পুষ্টিবিদ মোঃ সোলায়মান হোসাইন।

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নাসির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে তার পরিবার বলছে আত্মহত্যা।

বুধবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবক পৌরসভার ছিটচিলারং এলাকার মো. সিদ্দিকীর ছেলে।

নিহতের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

নাসিরের বাবা মো. সিদ্দিকী বলেন, তার ছেলে নাসির প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই ঋণের কারণে পরিবারে কলহ চলছিল। গতকাল রাতে নাসির শ্বশুরবাড়িতে গিয়েছিল। সেখানে তার শ্বশুর ও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে সে বাড়ি ফিরে আসে। রাতে আমি তাকে বলেছিলাম, ‘তোমার সব ঋণ আমি শোধ করে দিবো।’ কিন্তু সে বলল, ‘বাবা, আমি আর বাঁচতে চাই না। আমি মরে যাব।
সদর থানার (ওসি) শহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।