বোচাগঞ্জে কষ্টি পাথরের ‘বিষ্ণু মূর্তি’ উদ্ধার

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৩৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪.১৫ মিনিটে ওই বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে বোচাগঞ্জ থানা পুলিশ।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বোচাগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪ টা ১৫ মিনিটে দিকে মোবাইল ফোনে খবর পায়। পুলিশের টহল টিম খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুর্তিটি উদ্ধার করা হয়।
ওসি বলেন, ভোর ৪ টা ১৫ মিনিটে মোবাইল ফোনে খবর পাই। পরে পুলিশের দায়িত্বরত টহল টিম ঘটনাস্থলে গিয়ে ৫ নম্বর ছাতইল ইউনিয়নের পিতা মৃত আনসার আলী ছেলের জাহাঙ্গীর আলমের পুকুর থেকে মুর্তিটি উদ্ধার করে।এর ওজন ৩৫ কেজি ৫০০ গ্রাম।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি। তবে অভিজ্ঞ ব্যক্তি দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে আরো নিশ্চিত হওয়া যাবে এটি কষ্টিপাথরের কিনা। এবিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।
আপনার মতামত লিখুন