বোচাগঞ্জে পবিত্র রমজানে মহতি উদ্যোগ ১টাকা লাভের দোকান ক্রেতাদের মাঝে স্বস্তি

বাংলাদেশের ব্যবসায়ী মনোভাব হলো রমজান এলেই হুট করে জিনিসপত্রের মুল্য বেড়ে যায়। এই দেশের হাজারো ব্যবসায়ীদের চিন্তা চেতনা কে পিছনে ফেলে ২শত প্রকারের ও বেশী প্রয়োজনী সামগ্রী মাত্র ১ টাকা লাভে বিত্রয় করা হচ্ছে।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সুপরিচিত নাম সুমন স্যার তার ব্যবসা প্রতিষ্ঠান এস এ ট্রেডার্সে পবিত্র রমজান মাস থেকে শুরু করেছেন মাত্র ১ টাকা লাভে যে কোন পণ্য সামগ্রী বিক্রয়। যেমন সেমাই (খোলা) ৫৯ টাকা ক্রয় ৬০ টাকা বিক্রয়, দেশী বুট ৯৭ টাকা ক্রয় ৯৮ টাকা বিক্রয়, চিনি ১১৭ টাকা ক্রয় ১১৮ টাকা বিক্রয়, সোয়াবিন তৈল খোলা ১৮৬ টাকা ক্রয় ১৮৭ টাকা বিক্রয়, মুড়ি ৭২টাকা ক্রয় ৭৩ টাকা বিক্রয় করাসহ ঘড় গিরোস্তির প্রয়োজনী চাল, ডাল, তেল, লবনসহ সকল সামগ্রী ১টাকা লাভেই বিক্রয় করা হচ্ছে।
এস এ ট্রেডাসের স্বত্তাধীকারী মোঃ নাজমুল ইসলাম (সুমন স্যার) বলেন, হালাল ব্যবসাই হচ্ছে উত্তম ব্যবসা। আমি ১১ মাস হালাল ব্যবসা করে যে আয় রোজগার করেছি তা দিয়ে ১ মাস অর্থাৎ রমজান মাস চলতে পারবো ইনশাল্লাহ। তাই আমার ব্যবসা প্রতিষ্ঠানে ২শত এর অধিক পণ্য সামগ্রী পহেলা রমজান হতে মাত্র ১ টাকা লাভে বিক্রয় করছি। জলিল আলী নামে এক ক্রেতা বলেন, ১টাকা লাভের দোকানে মালপত্র কিনে অনেক শান্তি পাইছি, কোন দামদর করতে হয় না। অন্যান্য দোকানের চাইতে দাম অনেক কম। রিক্সা চালক আমজাদ হোসেন বলেন, এরকম দোকান বারোমাস চালাইলে ভালো হয়, তাইলে জনিসপত্র কিন্না ঠকুম না। বর্তমানে সেতাবগঞ্জ পৌর শহরে এস এ ট্রের্ডাস সুমন স্যারের দোকানটি ১ টাকা লাভের দোকান বলেই বেশী পরিচিতি লাভ করেছে।
আপনার মতামত লিখুন