বোচাগঞ্জে সাতদিন ব্যাপী একুশে বই মেলার উদ্বোধন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ক্যাম্পাসে সাতদিন ব্যাপী একুশে বই মেলার শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফিতা কেটে বই মেলার শুভ উদ্বোধন করার পর উপজেলা অবিনাশী বাংলা চত্তরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেছেন, জ্ঞান আহরনে বই পড়ার কোন বিকল্প নাই। দোলনা থেকে মৃতু পর্যন্ত বই পড়তে হবে। সেটা যে কোন বই হতে পারে। আমরা কবিতা, আবৃত্তি, রবীন্দ্র নাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম পড়ে বড় হয়েছি।
এখন বই মেলাগুলোতে মানুষের তেমন আগ্রহ দেখা যায় না। আমরা এমনটা চাই না। তিনি জেনারেশন জেট, জেনারেশন আলফা এর প্রতি অনুরোধ জানিয়ে বলেন সামনের দিন গুলোতে তোমরা রাষ্ট পরিচালনা করবা আর রাষ্ট্র পরিচালনা করতে হলে অবশ্যই তোমাদেরকে জান্তে হবে। জান্তে হলে বই পড়তে হবে।
এছাড়াও সভায় উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, কবি ও লেখক বিধান দত্ত, লেখক এ্যাডভোকেট আব্দুর রশিদ, জাতীয় নাগরিক কমিটি বোচাগঞ্জ উপজেলা শাখার অন্যতম সদস্য মোঃ তাফসির হাসান প্রমুখ বক্তব্য রাখেন। বই মেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও লেখক এবং কবি স্টল দিয়েছেন।
আপনার মতামত লিখুন