বোচাগঞ্জে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন

বোচাগঞ্জে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন
দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস.এম জসীম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, ছাত্র প্রতিনিধি ফয়সাল মোস্তাক প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক বাঙ্গালী জাতি যখন সকল প্রকার অন্যায় অবিচারে জর্জরিত ঠিক তখনি তারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিল। পাকিস্তানীরা বুঝতে পেরেছিল বাঙ্গালী জাতির স্বাধীনতা কোন ভাবেই আটকানো যাবে না। যে কারনে তারা পরিকল্পিত ভাবে ২৫শে মার্চ রাতের আধারে বেছে বেছে দেশের বুদ্ধীজীবি, প্রকৌশলী, শিক্ষকসহ অনেক জ্ঞানীগুনি নিরীহ মানুষের উপর নির্মম গণহত্যা চালায়। তিনিও আরো বলেন, আমরা সব ধরনের গণহত্যা বিরোধী। ফিলিস্তিনেও কিন্তু এ ধরণের গণহত্যা চালানো হচ্ছে। মানুষকে হত্যা করা কিন্তু সব কিছুর সমাধান নয়। আমাদের দেশে এধরনের গণহত্যা সংগঠিত হউক এটা আমরা চাই না।
আপনার মতামত লিখুন