খুঁজুন
সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র, ১৪৩১

বোচাগঞ্জে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন

মোঃ শামসুল আলম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ
বোচাগঞ্জে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন

বোচাগঞ্জে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন
দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস.এম জসীম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, ছাত্র প্রতিনিধি ফয়সাল মোস্তাক প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক বাঙ্গালী জাতি যখন সকল প্রকার অন্যায় অবিচারে জর্জরিত ঠিক তখনি তারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিল। পাকিস্তানীরা বুঝতে পেরেছিল বাঙ্গালী জাতির স্বাধীনতা কোন ভাবেই আটকানো যাবে না। যে কারনে তারা পরিকল্পিত ভাবে ২৫শে মার্চ রাতের আধারে বেছে বেছে দেশের বুদ্ধীজীবি, প্রকৌশলী, শিক্ষকসহ অনেক জ্ঞানীগুনি নিরীহ মানুষের উপর নির্মম গণহত্যা চালায়। তিনিও আরো বলেন, আমরা সব ধরনের গণহত্যা বিরোধী। ফিলিস্তিনেও কিন্তু এ ধরণের গণহত্যা চালানো হচ্ছে। মানুষকে হত্যা করা কিন্তু সব কিছুর সমাধান নয়। আমাদের দেশে এধরনের গণহত্যা সংগঠিত হউক এটা আমরা চাই না।

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পুতিন

আজকের বোচাগঞ্জ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পুতিন

সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে রোববার (৩০ মার্চ) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। একই দিনে রাশিয়ায়ও উদযাপন করা হচ্ছে ঈদুল ফিতর।

ঈদ উপলক্ষ্যে রাশিয়াসহ বিশ্বের সব মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর তাসের।

পুতিন রাশিয়ার মুসলমানদের পবিত্র রমজান মাসের পর ঈদুল ফিতর উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন।

রাশিয়ার মুসলিমদের কেন্দ্রীয় ধর্মীয় অধিদপ্তরের ওয়েবসাইটে পোস্ট করা পুতিনের একটি অভিনন্দনপত্রে বলা হয়েছে, আমি আপনাদের ঈদুল ফিতরে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।

পুতিন রাশিয়ার জনসাধারণ ও আধ্যাত্মিক জীবনে মুসলিম সংগঠনগুলির গুরুত্বপূর্ণ অবদান এবং দাতব্য, শিক্ষামূলক এবং দেশপ্রেমিক প্রকল্প এবং উদ্যোগে তাদের ভূমিকার কথা উল্লেখ করেছেন।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনও ঈদ উপলক্ষ্যে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।

মেহেদিতে হাতে যে নাম লিখেছেন দীঘি

আজকের বোচাগঞ্জ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
মেহেদিতে হাতে যে নাম লিখেছেন দীঘি

ঈদ মানেই মেহেদিতে হাত রাঙানোর পালা। এই উন্মাদনায় এবার ভেসেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিও। হাত রাঙিয়েই থেমে থাকেননি। তালুতে মেহেদিতে লিখেছেন একটি বিশেষ নাম।

ঈদের দিন মুক্তি পাচ্ছে দীঘির সিনেমা ‘জংলি’। এই মুহূর্তে ছবিটি ঘিরেই তার যত ব্যস্ততা। হাতেও মেহেদিতে লিখেছেন ছবির নাম। সামাজিক মাধ্যমে সে ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী।

ছবিটি নিয়ে দীঘি বলেন, জংলি আমাদের স্বপ্নের একটি সিনেমা। দারুণ একটি গল্পের সিনেমা। এই সিনেমার টিমের প্রতিটি সদস্য সিনেমাটিকে নিজের মধ্যে ধারণ করছে। প্রতিবার ঈদেই নিজের খুশি মত হাতে মেহেদির আল্পনা আঁকি। এবার আকলাম প্রিয় সিনেমা ‘জংলি’র নাম। আমার বিশ্বাস ‘জংলি’ সিনেমা মুক্তির পর সবার আপন হয়ে উঠবে।

‘জংলি’র পরিচালক এম রাহিম। গল্প আজাদ খানের। চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। ছবির গানগুলোর কথা সুর ও সংগীত করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। ছবিটিতে সিয়াম-বুবলী ছাড়াও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ঈদ উদযাপনে ঐক্যের বার্তা প্রধান উপদেষ্টার

আজকের বোচাগঞ্জ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
ঈদ উদযাপনে ঐক্যের বার্তা প্রধান উপদেষ্টার

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র ঈদুল ফিতরে সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করবেন। গরিব পরিবারের খোঁজখবর নেবেন। তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা-ভাবনা করবেন। আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি।

ঐক্যের বার্তা দিয়ে ড. ইউনূস বলেন, ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচণা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন স্বার্থক হোক, আনন্দময় হোক, মহান আল্লাহ আমাদের সহায় হোন।