খুঁজুন
বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ়, ১৪৩২

বোচাগঞ্জে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন

মোঃ শামসুল আলম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ
বোচাগঞ্জে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন

বোচাগঞ্জে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন
দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস.এম জসীম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, ছাত্র প্রতিনিধি ফয়সাল মোস্তাক প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক বাঙ্গালী জাতি যখন সকল প্রকার অন্যায় অবিচারে জর্জরিত ঠিক তখনি তারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিল। পাকিস্তানীরা বুঝতে পেরেছিল বাঙ্গালী জাতির স্বাধীনতা কোন ভাবেই আটকানো যাবে না। যে কারনে তারা পরিকল্পিত ভাবে ২৫শে মার্চ রাতের আধারে বেছে বেছে দেশের বুদ্ধীজীবি, প্রকৌশলী, শিক্ষকসহ অনেক জ্ঞানীগুনি নিরীহ মানুষের উপর নির্মম গণহত্যা চালায়। তিনিও আরো বলেন, আমরা সব ধরনের গণহত্যা বিরোধী। ফিলিস্তিনেও কিন্তু এ ধরণের গণহত্যা চালানো হচ্ছে। মানুষকে হত্যা করা কিন্তু সব কিছুর সমাধান নয়। আমাদের দেশে এধরনের গণহত্যা সংগঠিত হউক এটা আমরা চাই না।

খানসামায় সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্ণেল (অব:) মোস্তাফিজুরের মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ
খানসামায় সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্ণেল (অব:) মোস্তাফিজুরের মতবিনিময়

oppo_0

দিনাজপুর জেলার খানসামা,চি‌রিরবন্দর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্ণেল (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বুধবার (২ জুলাই) দুপুরে খানসামা উপজেলার পাকেরহাট চৌধুরী রাইস মিল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে দিনাজপুর, খানসামা ও চিরিরবন্দর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন—দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, খানসামা উপজেলা বিএনপির সদস্য ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, আজিজার রহমান শাহ এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ চৌধুরীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

বোচাগঞ্জে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসের অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
বোচাগঞ্জে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসের অভিযান

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার স্বপ্না নার্সারি ও বোচাগঞ্জ নার্সারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন বোচাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা।

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন, রোপণ ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, “বোচাগঞ্জ উপজেলায় বর্তমানে মোট ৩৩টি নার্সারি রয়েছে, যার মধ্যে ২২টি নার্সারি সরকারিভাবে নিবন্ধিত। এই নিবন্ধিত নার্সারিগুলোকে প্রতিটি গাছের জন্য ৪ টাকা হারে প্রণোদনা প্রদান করা হবে।”

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা বলেন, “খোলা বাজারে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিষয়টি সম্পর্কে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “নিবন্ধনবিহীন কোনো নার্সারিকে প্রণোদনা দেওয়া হবে না। বরং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশের জন্য ক্ষতিকর এসব উদ্ভিদ অপসারণে আমাদের অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।”

দিনাজপুর বোর্ডে ইংরেজি ১ম পত্র পরীক্ষায় বহিষ্কার ৬, অনুপস্থিত ১৭৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ
দিনাজপুর বোর্ডে ইংরেজি ১ম পত্র পরীক্ষায় বহিষ্কার ৬, অনুপস্থিত ১৭৫৭

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ দিন ১ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, এইচএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্র পরীক্ষায় এক লাখ ২ হাজার ৮৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষায় গাইবান্ধায় দুই জন ঠাকুরগাঁওয়ে চার জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষায় ১ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ১ দশমিক ৭১ শতাংশ।
দিনাজপুর বোর্ডের অধীন আট জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে – রংপুরে ২৫৬ জন, গাইবান্ধায় ২৩৭, নীলফামারীতে ১৮৯, কুড়িগ্রামে ২৯৮, লালমনিরহাটে ১৪৭, দিনাজপুরে ৩৩৯, ঠাকুরগাঁয়ে ১৫০ ও পঞ্চগড় জেলায় ১৪১ জন।
এছাড়া সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।