বোচাগঞ্জ উপজেলার ১নং-নাফানগর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা

প্রতি বছরের ন্যায় এ বছরও উন্নয়ন খাতকে সর্ব্বোচ গুরুত্ব দিয়ে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং-নাফানগর ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ১কোটি ৭৫লাখ ৩৩০৯৪ টাকার বাজেট ঘোষনা করার পাশাপাশি এই বাজেটের সমপরিমান টাকা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জনকল্যাণে ব্যায় দেখানো হয়েছে। বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ পারভেজ সাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশন সভায় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ রাসেল হোসেন তালুকদার। এসময় ইউপি সদস্য যথাক্রমে মোঃ নবাব আলী, মোঃ মজিবর রহমান, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ আব্দুস সাত্তার, বেনি মাধব রায়, মোঃ গোলাম মোস্তফা, শংকর চন্দ্র রায়, মোঃ জামিল উদ্দীন, মোঃ মহসিন আলী, মোছাঃ নুরুফা বেগম, মোছাঃ বিউটি বেগম, মোছাঃ কাশমিরা বেগম ও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ফটিক চন্দ্র দাসসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান সাহান পারভেজ এই বাজেট বাস্তবায়নে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, এই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাব। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্যে পাচ্ছে না। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্যে পায় সে জন্য আমি এই বাজেটের সিংহ ভাগ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যায় করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের সহযোগিতা পেলে আগামী দিনে একটি স্বচ্ছ ইউনিয়ন পরিষদ গড়ে তোলার মাধ্যমে নিজেকে জন সেবায় নিয়োজিত রাখার প্রত্যয় ব্যাক্ত করছি।
আপনার মতামত লিখুন