সিংড়া জাতীয় উদ্যানে আগুন, পুড়ল ৫ একরের গাছ

দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় হুমকিতে পড়ছে বনের পরিবেশ।
সোমবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানের উত্তরাংশে প্রবেশ পথ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পাঁচ একরের বেশি পুড়ে যায় ছোট গজারি গাছ, বেত বাগানের বেত গাছ, ঝোপঝাড়, লতাপাতা, পোকামাকড়, কেঁচো ও কীটপতঙ্গ।
এর ফলে জন্ম নেয় না নতুন গাছ। বিনষ্ট হয় বন্যপ্রাণীর আবাসস্থল। বন পোড়ানোর কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী, কীটপতঙ্গ ও পাখি। এর ফলে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
এ বিষয়ে সিংড়া বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল বলেন, বনে আগুন দেওয়া অপরাধ। এতে জীববৈচিত্র্য ও বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল ধ্বংস হয়। এর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি ও ভারসাম্য নষ্ট হয়।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাচ্ছে না। তবে প্রায় পাঁচ একর বেত বাগান ও বাগানের শুকনা শাল গাছ পুড়ে গেছে।
বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। মোট দু’টি গাড়ি আনা হয়েছে। বনের উত্তর প্রান্তে বেতবাগানে আগুনটা লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। বড় গাছের তেমন কোনো ক্ষতি হয়নি। ছোট গাছগুলো বেশি পুড়েছে। আমরা এখনও পুড়ে যাওয়া গাছের সংখ্যা বা ক্ষতির পরিমাণ হিসাব করতে পারিনি।’
আপনার মতামত লিখুন