বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একটি সুপরিকল্পিত ও সফল বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৩০ জুন) বেলা ১১টায় সেতাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে কলেজ চত্বরে ফলজ, বনজ এবং ঔষধি—এই তিন শ্রেণির নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. আবু তাহের সিদ্দিকী—জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা ইউনিট সদস্য এবং সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহবুব আলম—জামায়াতে ইসলামীর বোচাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি।
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবোধ চন্দ্র রায়—অধ্যাপক, রসায়ন বিভাগ, সেতাবগঞ্জ সরকারি কলেজ এবং জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলার যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ।
উপজেলা শিবির সভাপতি আব্দুল মোহাইমিনুল-এর সক্রিয় উপস্থিতি ও তত্ত্বাবধানে পুরো কর্মসূচিটি সুচারুভাবে সম্পন্ন হয়। তিনি বলেন,
“প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মকে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রদের মাঝে এ কর্মসূচি ব্যাপক উৎসাহ তৈরি করেছে বলে জানিয়েছেন কলেজের শিক্ষক ও অংশগ্রহণকারী ছাত্ররা।
আপনার মতামত লিখুন