দিনাজপুরে মাসুদ আহমেদ তালুকদার
জাতীয় নির্বাচন বিলম্ব করলে ফ্যাসিস্টরা আবার সংগঠিত হবে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট মাসুদ আমহেদ তালুকদার বলেছেন, জাতীয় নির্বাচন বিলম্ব করলে ফ্যাসিস্ট ও স্বৈরাচাররা আবার সংগঠিত হবে। এ কারণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় স্থানীয় ইনস্টিটিউট মাঠে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আইন শৃংখলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দিনাজপুর জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
এ্যাডভোকেট মাসুদ তালুকদার আরও বলেন, বিএনপি জনগনের রাজনীতি করে। বিএনপি অনির্বাচিত সরকারের অংশিদার হতে চায় না বলেই এই সরকারকে সমর্থন করেছিল।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছিল ও লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছিল। তারা মানুষের ভোটের অধিকার হরন করেছিল। মানুষের দীর্ঘদিনের আকাঙ্কা একটা সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনে মানুষ নিজেদের মত করে ভোট দিতে পারবে।
তিনি বলেন, বাজারদর জনগণের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনগণ দিশেহারা। রমজানের আগে বাজারদর নিয়ন্ত্রণের আহবান জানান।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হক ও বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলীয়া।
আপনার মতামত লিখুন