বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন সাকিব

আসন্ন এশিয়ান লিজেন্ডস লিগে এশিয়ান স্টার্সের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। পাঁচ দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১০ মার্চ, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল—বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস, শ্রীলঙ্কান লায়ন্স এবং এশিয়ান স্টার্স। বাংলাদেশ টাইগার্স দলের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ আশরাফুল, যেখানে দলে রয়েছেন তামিম ইকবাল, নাদিফ চৌধুরী, ধীমান ঘোষ এবং জুবায়ের হোসেন লিখনের মতো ক্রিকেটাররা। অন্যদিকে, এশিয়ান স্টার্সের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটকে এখনও পুরোপুরি বিদায় না বললেও সাবেকদের ক্রিকেটে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। একই টুর্নামেন্টে তার মুখোমুখি হতে যাচ্ছেন আরেক সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। তারা দুজনেই সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠেয় পাঁচ দলের টুর্নামেন্টে এশিয়ান লিজেন্ডস লিগে অংশ নিচ্ছেন।
এশিয়ান স্টার্স তাদের টুর্নামেন্ট শুরু করবে উদ্বোধনী দিনেই। সেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান পাঠান্স। তার পর ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের মুখোমুখি হবে তারা।এশিয়ান স্টার্সে সাকিব ছাড়া বাংলাদেশ থেকে খেলবেন সাবেক অলরাউন্ডার অলক কাপালি। একই দলে উল্লেখযোগ্য অন্য খেলোয়াড়রা হলেন- দিলশান মুনাভিরা, কেদাব যাদব, সৌরভ তিওয়ারি ও সেক্কুগে প্রসন্ন।অপর দিকে বাংলাদেশ টাইগার্সে তামিম ছাড়াও একই দলে খেলবেন মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরান ও নাঈম ইসলাম। ১৮ মার্চের ফাইনালসহ সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের রাজস্থান মিরাজ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
আপনার মতামত লিখুন