দিনাজপুর পাওয়ার হাউজের গুদাম ঘরে আগুন

দিনাজপুর নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকো-২ এর (পাওয়ার হাউজ) গুদাম ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ মার্চ) বিকেলে দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ পাওয়ার হাউজের আঞ্চলিক কারখানার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পাওয়ার হাউজের গুদাম ঘরে রাখা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, তেলের ট্যাংকি, ট্রান্সমিটারসহ বিভিন্ন ধরনের পরিত্যক্ত ট্রান্সফর্মিটারের ওয়েল ফুটে যায়। এতে আগুনের তীব্রতা আরো তীব্র হয়। মানুষ চারদিকে ছোটে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে গুদাম ঘরের চারপাশে বসবাসরত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ বলেন, দিনাজপুর পাওয়ার হাউসে আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। পরে আগুনের তীব্র হওয়ায় আরও তিনটি ইউনিটসহ মোট ৬টি ইউনিট পাওয়ার হাউজের আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে পাওয়ার হাউজের গুদাম ঘরে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি। এই অগ্নিকান্ডে ১০ থেকে ১২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারনা। তবে এই আগুন পাওয়ার হাউজের মূল কেন্দ্রে কোনো ক্ষতি করেনি।
আপনার মতামত লিখুন