ফাইনালের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ এর পর্দা নামতে বাকি আর এক ম্যাচ। এবারের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী ৯ মার্চ (রোববার) মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। ওদিকে কিউইরা ফাইনালে ওঠেছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে।
ভারতের বিপক্ষে ফাইনালের লড়াইয়ে নামার আগে সব ধরনের কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়ার কথাই জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে মাঠের লড়াইয়ে নামার আগে কিউইরা দুঃসংবাদ পেয়েছে ম্যাট হেনরিকে নিয়ে।
নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের অন্যতম ভরসার নাম হেনরি। ২০২৩ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরেও সবচেয়ে বেশি উইকেট তারই। কিউই এই পেসার ৪ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
তবে ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে হেনরি খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়। শেষ চারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সময় তিনি কাঁধে চোট পেয়েছেন। প্রোটিয়া ব্যাটার হাইনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন তিনি।
তবে চোট পাওয়ার পর সেই ম্যাচে আরও দুই ওভার বোলিং করতে দেখা গেছে হেনরিকে। সে কারণে তার চোট গুরুতর কিছু নয় বলেই ধারণা করা হয়েছিল। তবে এবার জানা গেছে, ফাইনালে হেনরির খেলা নিয়ে আছে শঙ্কা। কেননা নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েচেহ্ন, হেনরির ফিটনেসের অবস্থা এখনো অজানা।
নিউজিল্যান্ডের প্রধান এই কোচ বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক বিষয় হলো, সে মাঠে ফিরে বোলিং করেছে। আমরা স্ক্যান করানোর পাশাপাশি তাকে নিয়ে আরও কাজ করেছি। এই ম্যাচে খেলার জন্য তাকে সব রকম সুযোগই দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে (হেনরির) অবস্থাটা অজানা।’
আপনার মতামত লিখুন