খুঁজুন
সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র, ১৪৩১

বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

বীরগঞ্জে প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজাহার আলী (৬২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

শনিবার (৮ মার্চ) সকালে বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক মহাসড়কের প্রেমবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার আলী উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মৃত ভুলু দেওয়ানের ছেলে।

মোটরসাইকেলের অপর দুই আরোহী বলদিয়াপাড়ার আফসার আলীর ছেলে রেজাউল (৪০) ও প্রসাদপাড়ার মৃত শুকুর আলীর ছেলে মফেল সরকার (৬৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।জানা যায়, তিনজনই মোটরসাইকেলে করে গরু কিনতে কাহারোল উপজেলায় যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আজাহারের মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে ট্রাকটি।

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল ওয়ারেসের দাফন সম্পন্ন

আজকের বোচাগঞ্জ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ
সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল ওয়ারেসের দাফন সম্পন্ন

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও পাক্ষিক তুলাই’র সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুল ওয়ারেস (৭২) এর দাফন সম্পন্ন।

গত ১৫ মার্চ শনিবার রাত সোয়া ১০টায় দিনাজপুর ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যা সন্তান, নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

১৬মার্চ রবিবার দুপুর ২.৪৫ মিনিটে মরহুমের নামাজের জানাজা ধনতলাস্থ ঝাড়বাড়ি মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে বোচাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল হুদা, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক, বিরল প্রেসক্লাবে আহ্বায়ক, বিএনপি নেতা সাদেক রিয়াজ চৌধুরী পিনাক, শফিকুল আলম, মোঃ নওশাদ আলী, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল হক সহ এলাকার ও বিভিন্ন উপজেলার সুধীজন ও সেতাবগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে ঝাড়বাড়িস্থ পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২:০৯ অপরাহ্ণ
রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাডমিন এবং এইচআর সহকারী পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৬ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, পরিবহন ভাতা, মোবাইল ও ইন্টারনেট ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে রেড ক্রসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি
চাকরির ধরন : বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ১৬ মার্চ ২০২৫
পদ ও লোকবল: ১টি ও ১ জন

আবেদন করার মাধ্যম : অনলাইন
আবেদন শুরুর তারিখ : ১৬ মার্চ ২০২৫
আবেদনের শেষ তারিখ : ২৭ মার্চ ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট : https://www.ifrc.org
আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি)
পদের নাম: অ্যাডমিন এবং এইচআর সহকারী
বিভাগ: ব্রিটিশ রেড ক্রস অব আইএফআরসি বাংলাদেশ ডেলিগেশন
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ, ব্যবসায় প্রশাসন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা। এইচআর সফটওয়্যার এবং মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক) ব্যবহারে দক্ষতা।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, পরিবহন ভাতা, মোবাইল ও ইন্টারনেট ভাতা, কর্মী এবং নিকটাত্মীয়দের জন্য বার্ষিক ৭০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২৫

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২:০২ অপরাহ্ণ
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ

শীতের বিদায়ের পর সারাদেশে গরম শুরু হয়েছে, আর কিছু জেলায় মৃদু তাপপ্রবাহও বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে— এই পরিস্থিতি কিছুদিন চলতে পারে।

রোববার (১৬ মার্চ) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৫ মার্চ) কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাঙামাটি জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে— আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমবে। সোমবার (১৭ মার্চ) তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (১৮ মার্চ) থেকে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

এরপর বুধবার (১৯ মার্চ) থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।