খুঁজুন
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র, ১৪৩১

ভিজিএফের ২৫ বস্তা চাল জব্দ

ঘোড়াঘাট প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
ভিজিএফের ২৫ বস্তা চাল জব্দ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২৫ বস্তা সরকারি ভিজিএফ চাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে থেকে চালগুলো জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
এলাকাবাসী জানান, সামনে ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতারণ কার্যক্রম চলছিল। এলাকার কিছু অসাধু ব্যবসায়ী ওই চাল গুলো কেনার জন্য কয়েকজন লোককে নিয়োগ করেন। বিতরণ করা চাল কিনে মজুদের অভিযোগ পায় উপজেলা প্রশাসন। পরে সেখানে পৌঁছে মানবিক সহায়তার সরকারি কর্মসূচির ৩০ কেজি ওজনের ২৫ বস্তা চাল জব্দ করেন। অবৈধভাবে সরকারি চাল মজুদকারীরা ঘটনাস্থল চালের বস্তা ফেলে চলে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় চালগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিতরণ করা সরকারি চাল মজুদ করা হচ্ছে এমন সংবাদে অভিযানে যাই। সেখানে গিয়ে ৩০ কেজি ওজনের ২৫ বস্তা সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করি। তবে কাউকে না পেয়ে আটক বা জরিমানা করা যায়নি। পরে চালগুলো বিভিন্ন মাদরাসা ও এতিম খানায় বিতরণ করা হবে।

পঞ্চগড়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ
পঞ্চগড়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা সহ নানা অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন পঞ্চগড় জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা নিরাপদ খাদ্য অফিস ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হোটেল হাইওয়েকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, হোটেল নুরজাহানকে মেয়াদ ছাড়া খাবার সংরক্ষণ করা, সপ্ন সুপার সপে মূল্য তালিকা না রাখায় সহ নানা অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে ইফতার বাজার মনিটরিং সহ বিভিন্ন মুদি দোকান পরিদর্শন করা হয়। এ সময় আনুমানিক ১০ কেজি রংযুক্ত চিপস জব্দ ও ধ্বংস করা হয় এবং নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী সতর্ক করা হয়।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম উদ দৌলা, সদর নিরাপদ খাদ্য পরিদর্শক ও পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক, জেলা পুলিশ ও আনসারের একটি দল।

এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায় বলেন, জেলার বিভিন্ন হাট বাজারে এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা ও ব্যবসায়ীদের সর্তক করা হয়। তবে যারা আইন অমান্য করছে তাদের জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বোচাগঞ্জে তিন সার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা

আজকের বোচাগঞ্জ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
বোচাগঞ্জে তিন সার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারায় অনুয়ায়ী তিনজন সার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকরী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইফুল হুদা। বিকেলে সেতাবগঞ্জ পৌরসভাধীন মিলরোড এলাকার বিসিআইসি সার ডিলার গোলাম রসুলকে কৃষক বা খুচরা ডিলার ছাড়া সার বিক্রয় করার জন্য ৭ হাজার টাকা, ২নং-ইশানিয়া ইউনিয়নের চৌরঙ্গী বাজারে সার বিক্রয় করার লাইসেন্স না থাকায় মেসার্স মা বাবা ট্রেডার্স এর স্বত্ত্বাধীকারী জবান আলীকে ৭ হাজার টাকা ও মেসার্স রিফা ট্রেডার্স এর স্বত্ত্বাধীধীকারী মোঃ রাসেলকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করার সময় বোচাগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবীদ দীনেশ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

বোচাগঞ্জে দায়িত্বশীল কর্তৃপক্ষের উজ্জীবক সভা অনুষ্ঠিত

আজকের বোচাগঞ্জ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ
বোচাগঞ্জে দায়িত্বশীল কর্তৃপক্ষের উজ্জীবক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিভিন্ন দপ্তরের প্রধান ও সমাজের দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে উজ্জীবক সভা করেছে ইএসডিও নামক একটি এনজিও সংস্থা। ১৯ মার্চ বুধবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার হল রুমে ইএসডিও’র প্রকল্প সমন্নয়কারী কাজী মোঃ সিরাজুস সালেকিন এর সঞ্চালনায় উজ্জীবক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ মারুফ হাসান। আরো বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা, সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, সাংবাদিক সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ইএসডিওর প্রজেক্ট অফিসার মোঃ ওয়ালিউর রহমান প্রমুখ। সভার শুরুতে হেকস-ইপার এর সহযোগীতায় ইএসডিও আয়োজিত থ্রাইভ প্রকল্পের নতুন কর্ম পরিকল্পনা উপস্থিত সকলের মাঝে উপস্থাপন করেন প্রকল্প সমন্নয়কারী কাজী মোঃ সিরাজুস সালেকিন।