খুঁজুন
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র, ১৪৩১

বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ণ
বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় দুই মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত দেড়টায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা এলাকায় অবস্থিত আল- জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম রেজওয়ান পারভেজ (২২)। তিনি ওই মাদরাসার আবাসিক শিক্ষক। রেজওয়ান পারভেজ পার্শ্ববর্তী বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সর্দারপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চয়ন (১১) (ছদ্মনাম) ও নয়ন (১৩) (ছদ্মনাম) দু’জনেই ওই মাদরাসার আবাসিক ছাত্র। গত ১৬ মার্চ রাত দেড়টার দিকে চয়নকে ঘুম থেকে ডেকে তুলে মাদরাসার দক্ষিণ দুয়ারি টিনশেড ঘরের ভেতরে নিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি। এরপর তাকে কোরআন শরিফ নিয়ে শপথ করানো হয়, যেন এ ঘটনা কাউকে না জানায়। পরদিন চয়ন তারাবির নামাজের সময় তার পূর্ব পরিচিত গোলাম রাব্বিকে বিষয়টি জানায়। গোলাম রাব্বি পরে বিষয়টি চয়নের অভিভাবককে জানায়।
পরে চয়নের অভিভাবক গোলাম রাব্বি ও স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে মাদরাসায় তার ছেলের কাছে যায়। বাবাকে দেখে ছেলে হাউমাউ করে কেঁদে বিস্তারিত খুলে বলে। পরে মাদরাসার অন্য ছাত্রদের কথা বলার এক পর্যায়ে আরেক ভিকটিম নয়ন (ছদ্মনাম) জানায় একই ব্যক্তি গত ১০ মার্চ রাতে তার সঙ্গেও একই কাজ করেছে। পরে ভিকটিমের বাবা মাদরাসার অধ্যক্ষ মো. নুরনবীকে ফোনে বিষয়টি জানালে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। এ সময় মাদসার আশপাশে এই ঘটনা জানাজানি হলে ক্ষুদ্ধ এলাকাবাসী ওই ব্যক্তির ওপর চড়াও হন। পরে রাত দেড়টায় গিয়ে দেবীগঞ্জ পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।
বলাৎকারের ঘটনায় মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এ ঘটনায় মানিক হোসেন নামে একজন ভিকটিমের অভিভাবক বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, বলাৎকারের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার দুই শিশুর মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পঞ্চগড়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ
পঞ্চগড়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা সহ নানা অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন পঞ্চগড় জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা নিরাপদ খাদ্য অফিস ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হোটেল হাইওয়েকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, হোটেল নুরজাহানকে মেয়াদ ছাড়া খাবার সংরক্ষণ করা, সপ্ন সুপার সপে মূল্য তালিকা না রাখায় সহ নানা অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে ইফতার বাজার মনিটরিং সহ বিভিন্ন মুদি দোকান পরিদর্শন করা হয়। এ সময় আনুমানিক ১০ কেজি রংযুক্ত চিপস জব্দ ও ধ্বংস করা হয় এবং নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী সতর্ক করা হয়।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম উদ দৌলা, সদর নিরাপদ খাদ্য পরিদর্শক ও পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক, জেলা পুলিশ ও আনসারের একটি দল।

এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায় বলেন, জেলার বিভিন্ন হাট বাজারে এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা ও ব্যবসায়ীদের সর্তক করা হয়। তবে যারা আইন অমান্য করছে তাদের জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বোচাগঞ্জে তিন সার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা

আজকের বোচাগঞ্জ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
বোচাগঞ্জে তিন সার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারায় অনুয়ায়ী তিনজন সার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকরী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইফুল হুদা। বিকেলে সেতাবগঞ্জ পৌরসভাধীন মিলরোড এলাকার বিসিআইসি সার ডিলার গোলাম রসুলকে কৃষক বা খুচরা ডিলার ছাড়া সার বিক্রয় করার জন্য ৭ হাজার টাকা, ২নং-ইশানিয়া ইউনিয়নের চৌরঙ্গী বাজারে সার বিক্রয় করার লাইসেন্স না থাকায় মেসার্স মা বাবা ট্রেডার্স এর স্বত্ত্বাধীকারী জবান আলীকে ৭ হাজার টাকা ও মেসার্স রিফা ট্রেডার্স এর স্বত্ত্বাধীধীকারী মোঃ রাসেলকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করার সময় বোচাগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবীদ দীনেশ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

বোচাগঞ্জে দায়িত্বশীল কর্তৃপক্ষের উজ্জীবক সভা অনুষ্ঠিত

আজকের বোচাগঞ্জ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ
বোচাগঞ্জে দায়িত্বশীল কর্তৃপক্ষের উজ্জীবক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিভিন্ন দপ্তরের প্রধান ও সমাজের দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে উজ্জীবক সভা করেছে ইএসডিও নামক একটি এনজিও সংস্থা। ১৯ মার্চ বুধবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার হল রুমে ইএসডিও’র প্রকল্প সমন্নয়কারী কাজী মোঃ সিরাজুস সালেকিন এর সঞ্চালনায় উজ্জীবক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ মারুফ হাসান। আরো বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা, সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, সাংবাদিক সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ইএসডিওর প্রজেক্ট অফিসার মোঃ ওয়ালিউর রহমান প্রমুখ। সভার শুরুতে হেকস-ইপার এর সহযোগীতায় ইএসডিও আয়োজিত থ্রাইভ প্রকল্পের নতুন কর্ম পরিকল্পনা উপস্থিত সকলের মাঝে উপস্থাপন করেন প্রকল্প সমন্নয়কারী কাজী মোঃ সিরাজুস সালেকিন।