
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যুব রেড ক্রিসেন্ট দল আয়োজিত দুইদিন ব্যাপি “মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ অডিটোরিয়াম-১ এ শেষ হয় দুইদিন ব্যাপী প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণে সহায়তা প্রদান করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দিনাজপুর ইউনিট। সার্বিক সহযোগিতায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিষয়াদি সম্পর্কে ধারণা প্রদান করা হয় এবং পরবর্তীতে হাতে ধরে শিখানো হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীর বলেন, এই প্রশিক্ষণে আমরা প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিষয়াদি হাতে- কলমে শিখতে পারছি। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে সেবা প্রদান করতে পারবো।
এ বিষয়ে সহঃপ্রধান দলনেতা- ১ সাইফুল ইসলাম বলেন” দূর্ঘটনার কবলে পরা ব্যাক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান অতি গুরুত্বপূর্ণ।প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেকাংশে রোগীর ব্যাথা ও রক্তপাত কমানো সম্ভব হয়।প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হাবিপ্রবি দলের উদ্যোগে ৫২ জন সেচ্ছাসেবককে ২দিন ব্যাপী ট্রেনিং প্রদান করা হয়।”