
দিনাজপুরের বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে এ সভায় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার, দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ সাহান পারভেজ, ওয়াক্কাস কাঞ্চন, মোঃ হাবিবুর রহমান হাবু, উৎপল রায় বুলু, প্যানেল চেয়ারম্যান বিতু চৌধুরী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম,বিজিবি ক্যাম্প কমান্ডার, সেতাবগঞ্জ ফায়ার ষ্টেশন কর্মকর্তার প্রতিনিধি, আনসার ভিডিপি কর্মকর্তা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা মাদক ও চাঁদাবাজী রোধে উপজেলা প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান।