বীরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

উপজেলা প্রতিনিধি, বীরগঞ্জ
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:১২ অপরাহ্ণ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী’র নেতৃত্বে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব-২০২৫ এর বর্ণাঢ্য র‌্যালিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, পৌরসভা, ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরাসহ নানান শ্রেনী-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া বর্ণ্যাঢ্য র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী বলেন, আমরা যদি নিজেদের বদলাতে পারি তাহলে দেশ বদলে যাবে, একটি নতুন পৃথিবী গড়ে উঠবে। আমরা একসাথে সবাই মিলে নতুন পৃথিবী গড়ে তুলব। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী জিবরীল আহমাদ, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, গণঅধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি আব্দুল হানিফ সহ আরও অনেকে।

 সম্পাদক: শামসুল আলম , সহ-সম্পাদক: আশিকুর ইসলাম , বার্তা সম্পাদক : ফরিদ আহমেদ।  কপিরাইট © আজকের বোচাগঞ্জ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন