
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের ভরলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদা বেগমের সহযোগিতায় আওয়ামী লীগের পরিচয়ে বিদ্যালয়ের প্রায় ৫লাখ টাকার গাছ কর্তন করেছে মর্মে ইউএনও বরাবরে অভিযোগ করেছে এলাকাবাসী। অভিযোগে জানাগেছে, ২০২৩ সালে ভরলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা সুলতানার সহযোগিতায় একই ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মাজেদুর রহমান, ৪নং-ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ ও আওয়ামীলীগ সমর্থক মোঃ খলিলুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে বিদ্যালয়ের প্রায় ১৬টি মেহগনি ও আমগাছ কর্তন করেছে। যাহার আনুমানিক মূল্য ৫লাখ টাকা। এ বিষয়ে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবেদ আলী বলেন, আমি নিজে দাড়িয়ে থেকে বিদ্যালয়ের জমিতে গাছগুলো লাগিয়ে ছিলাম। গাছগুলো কর্তনের সময় আমাকে তারা জানায়নি আমি এতে অনেক কষ্ট পেয়েছি। এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম বলেন, যখন গাছগুলো কর্তন করা হয় তখন মামলা এবং আওয়ামীলীগের ভয়ে আমরা প্রতিবাদ করতে পারিনি। একই ইউনিয়নের লুৎফর রহমান বলেন, যেহেতু গাছগুলো বিদ্যালয়ের সম্পদ তাই গাছের টাকা যেন বিদ্যালয় পায় এজন্য আমরা গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। একই ইউনিয়নের তোফাজ্জল হোসেন, মোঃ মাহাবুব ও মোঃ জাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি সহযোগিতা না করত তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা এই গাছ কর্তন করার সাহস পেত না। আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা সুলতানাসহ যারা এই অপরাধের সাথে জরিত তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি। এ বিষয়ে মুঠোফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা সুলতার সাথে কথা হলে তিনি বলেন, গাছগুলো বিদ্যালয়ের জমিতে ছিলনা তাই গাছ কর্তনে আমি কোন রকম বাধা দেইনি। এলাকার কিছু মানুষ আমার সম্মান নষ্ট করার জন্য আমাকে জড়িয়ে এ অভিযোগ দিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন, আমি গাছ কর্তনের অভিযোগ পেয়েছি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছুটিতে রয়েছে। তিনি ছুটি শেষে অফিসে যোগদান করলে তার মাধ্যমে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করব।