
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যান সমিতির সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক নেতা খুরশেদ আলী, বজলুর রশিদ, জিল্লুর রহমান, মাজেদুর রহমান পাপ্পু, ফয়জুল হক প্রমুখ। সম্মেলন ও সমাবেশ শেষে আগামী এক বছরের জন্য বোচাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যান সমিতির কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটিতে মোঃ জিল্লুর রহমানকে সভাপতি ও মোঃ খোরশেদ আলীকে সাধারন সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।