
পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (৪ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান পরিবেশ অধিদফতর পঞ্চগড়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলীকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম মেসার্স কে এস বি ব্রিকস ও মেসার্স এমএস বি ব্রিকস নামের দুটি ইটভাটাকে গুড়িয়ে দেওয়া হয়।
এ অভিযানে সহযোগিতা করেন সময় দেবীগঞ্জ থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদুৎ ও গ্রাম পুলিশের একদল চৌকস সদস্য।
ভ্রাম্যমাণ আদালত জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দেবীগঞ্জের মেসার্স কেএস বি ব্রিকস ও মেসার্স এম এস বি ব্রিকস নামের দুটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ০৪(চার) ধারা লংঘন করে জেলা প্রশাসকের লাইসেন্স গ্রহণ ব্যতীত ইট প্রস্তুত করার অপরাধে ইটভাটার আগুন নিভিয়ে এক্সকেভেটর দ্বারা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী।
এ বিষয়ে পরিবেশ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেবীগঞ্জের মেসার্সকে এস বি ব্রিকস ও মেসার্স এম এস বি ব্রিকস নামের দুটি ইটভাটাকে এক্সকেভেটর দ্বারা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালতে আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।