শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে, অভিযুক্ত শিক্ষক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি,
প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫ । ৯:৩৪ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে।

শনিবার (৮ মার্চ ) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷
পরিবার সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে এক্সট্রা ক্লাসের জন্য যায় সেই শিক্ষার্থী। তখন এ শিক্ষার্থী বাদে বাকি সব শিক্ষার্থীকে চলে যেতে বলেন শিক্ষক মানিক। সবাই চলে গেলে রুমের দরজা বন্ধ করে ঘটনাটি ঘটিয়েছেন তিনি। ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে কান্নাকাটি করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়।
জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁওয়ের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন ঢাকা মেইলকে বলেন, এমন ঘটনায় একজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার প্রাথমিক চিকিৎসা শেষ হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 সম্পাদক: শামসুল আলম , সহ-সম্পাদক: আশিকুর ইসলাম , বার্তা সম্পাদক : ফরিদ আহমেদ।  কপিরাইট © আজকের বোচাগঞ্জ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন