
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের ২টি বেকারীকে ভ্রাম্যমান আদালতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১১ মার্চ মঙ্গলবার দুপুরে বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাইফুল হুদার নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে শহরের হাজিপাড়ায় আল মদীনা বেকারীকে ১৫ হাজার ও রুচিতা বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত বেকারী দুটিতে অস্বাস্তকর পরিবেশে বিভিন্ন খাবার সামগ্রী উৎপাদন ও বিক্রির অভিযোগ রয়েছে। এসময় বোচাগঞ্জ উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর ও বোচাগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।