
সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও পাক্ষিক তুলাই’র সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুল ওয়ারেস (৭২) এর দাফন সম্পন্ন।
গত ১৫ মার্চ শনিবার রাত সোয়া ১০টায় দিনাজপুর ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যা সন্তান, নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
১৬মার্চ রবিবার দুপুর ২.৪৫ মিনিটে মরহুমের নামাজের জানাজা ধনতলাস্থ ঝাড়বাড়ি মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে বোচাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল হুদা, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক, বিরল প্রেসক্লাবে আহ্বায়ক, বিএনপি নেতা সাদেক রিয়াজ চৌধুরী পিনাক, শফিকুল আলম, মোঃ নওশাদ আলী, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল হক সহ এলাকার ও বিভিন্ন উপজেলার সুধীজন ও সেতাবগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে ঝাড়বাড়িস্থ পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।