
বাংলাদেশের ফুটবলের জন্য আজ স্মরণীয় এক দিন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। দেশে এর আগেও এসেছেন তিনি, তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার তিনি এসেছেন দেশের ফুটবলের প্রতিনিধিত্ব করতে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এবং এফ এ কাপ জয়ী এই ফুটবলারের আগমণ ঘিরে তাই দেশে উৎসবের আমেজ।
বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রবাসী এই ফুটবলারকে বিমানবন্দরে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্যরা। এছাড়া হামজার আগমন এবং বাংলাদেশে অবস্থান উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও।
সিলেট থেকে দুপুরে রওনা হয়ে বিকেলে হবিগঞ্জে গ্রামের বাড়িতে আসেন হামজা। সেখানে তাঁকে দেখতে ছিল মানুষের উপচে পরা ভিড়। ব্যানার, প্ল্যাকার্ড দিয়ে তারা হামজাকে স্বাগত জানান।
এদিকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হামজা প্রথমে ইংরেজিতে বলেন, “এমন অসাধারণ দৃশ্য দেখে আমি মুগ্ধ। দারুণ লাগছে। আশা করি আমরা দুটি ম্যাচই জিতব এবং খুব দ্রুতই আমরা উন্নতি (ফুটবলে) করব।”
এরপর বাংলায় কথা বলার দাবির মুখে স্থানীয় সিলেটীতে হামজা বলেন, “ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি বহুত্তা। আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু।”
২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে চলেছে হামজার।