
দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারায় অনুয়ায়ী তিনজন সার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকরী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইফুল হুদা। বিকেলে সেতাবগঞ্জ পৌরসভাধীন মিলরোড এলাকার বিসিআইসি সার ডিলার গোলাম রসুলকে কৃষক বা খুচরা ডিলার ছাড়া সার বিক্রয় করার জন্য ৭ হাজার টাকা, ২নং-ইশানিয়া ইউনিয়নের চৌরঙ্গী বাজারে সার বিক্রয় করার লাইসেন্স না থাকায় মেসার্স মা বাবা ট্রেডার্স এর স্বত্ত্বাধীকারী জবান আলীকে ৭ হাজার টাকা ও মেসার্স রিফা ট্রেডার্স এর স্বত্ত্বাধীধীকারী মোঃ রাসেলকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করার সময় বোচাগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবীদ দীনেশ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।