কাহারোলে এম পি প্রার্থী মোঃ মতিউর রহমান সাংবাদিক দের সাথে মতবিনিময় করেন

কাহারোল প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ । ১০:০৮ অপরাহ্ণ

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান কাহারোল উপজেলার সাংবাদিক দের সাথে মতবিনিময় করেন।
১৬ এপ্রিল বুধবার সন্ধ্যা ৮ টায় হোটেল শাহাদাৎ এর ভিআইপি লাউঞ্জে দিনাজপুর ১-আসন( বীর গন্জ – কাহারোল) এ জামায়াতে ইসলামী এর মনোনীত এম পি প্রার্থী মোঃ মতিউর রহমান কাহারোল উপজেলার সাংবাদিক দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামী এর আয়োজন মাওলানা মোঃ তরিকুল, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, দিনাজপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোঃ জাকিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রধান অতিথি এম পি প্রার্থী মোঃ মতিউর রহমান বলেন, আমি যদি এম পি নির্বাচিত হতে পারি তাহলে এই আসনে একটি মাতৃ শিশু কল্যাণ হাসপাতাল, কাহারোল উপজেলাকে পৌরসভায় রুপান্তরিত সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, আমার সর্বপ্রথম কাজ হবে কাহারোল -বীরগন্জ কে মাদক ও চাঁদা বাজ মুক্ত করা হবে।

 সম্পাদক: শামসুল আলম , সহ-সম্পাদক: আশিকুর ইসলাম , বার্তা সম্পাদক : ফরিদ আহমেদ।  কপিরাইট © আজকের বোচাগঞ্জ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন