খানসামায় সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্ণেল (অব:) মোস্তাফিজুরের মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫ । ৫:৪৮ অপরাহ্ণ

দিনাজপুর জেলার খানসামা,চি‌রিরবন্দর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্ণেল (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বুধবার (২ জুলাই) দুপুরে খানসামা উপজেলার পাকেরহাট চৌধুরী রাইস মিল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে দিনাজপুর, খানসামা ও চিরিরবন্দর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন—দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, খানসামা উপজেলা বিএনপির সদস্য ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, আজিজার রহমান শাহ এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ চৌধুরীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

 সম্পাদক: শামসুল আলম , সহ-সম্পাদক: আশিকুর ইসলাম , বার্তা সম্পাদক : ফরিদ আহমেদ।  কপিরাইট © আজকের বোচাগঞ্জ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন