খুঁজুন
শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৪ চৈত্র, ১৪৩১

ঈদে ছুটি মোট ৯ দিন

আজকের বোচাগঞ্জ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
ঈদে ছুটি মোট  ৯ দিন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটি আরও এক দিন বাড়ানো হয়েছে। আগেই পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল সরকার, কিন্তু বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এক নির্বাহী আদেশে ৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে, এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর ৩১ মার্চ অনুষ্ঠিত হতে পারে। এই হিসাব অনুযায়ী, পূর্বে নির্ধারিত ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ৫ দিনের ঈদের ছুটির সঙ্গে শুক্রবার (২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি এবং শবে কদরের ছুটিও যুক্ত হবে। এতে করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাবেন।
তবে, ২৭ মার্চ (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের পর ২৭ মার্চ একদিন অফিস হবে, তারপর ২৮ মার্চ থেকে শুরু হবে দীর্ঘ ছুটি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটি বিধিমালা অনুযায়ী, কর্মচারীরা সাধারণত দুই ছুটির মধ্যে নৈমিত্তিক ছুটি নিতে পারেন না, তবে ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে। তাদের প্রতি বছর তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া হয়, তবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।

বোচাগঞ্জে সেতাবগঞ্জ পৌরবাসীর আয়োজনে ইফতার মাহফিল

মোঃ শামসুল আলম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ২:২৫ অপরাহ্ণ
বোচাগঞ্জে সেতাবগঞ্জ পৌরবাসীর আয়োজনে ইফতার মাহফিল

দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার সেতাবগঞ্জ পৌরবাসীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ রমজান বাদ আছর সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে সেতাবগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ¦ মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২-বিরল বোচাগঞ্জ আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহ্জ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এছাড়া সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, সহ সভাপতি মোঃ শোহরাব হোসাইন, মোঃ মামুনুর রশিদ, ইফতার আয়োজন কমিটির অন্যতম সদস্য বিএনপি নেতা মোঃ ইমরুল রেজা, বিএনপি নেতা মাসুদ খান, সেতাবগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ মনোয়ার হোসেন সবুজ সরকার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আজকের বোচাগঞ্জ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অরক্ষিত রেল ক্রসিং পার হতে গিয়ে ঠাকুরগাঁওয়ে ট্রেন ও মটরসাইকেলের সংঘর্ষে রাজিব (৩০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় মানিক ইসলাম (৩৫) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ মার্চ ) দুপুর ১২টা ৫৫ মিনিটে ঠাকুরগাঁও এর রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার দ্বিপশিখা স্কুল সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের।

নিহত রাজিব জেলার বালিয়াডাঙ্গি উপজেলার সর্বমঙ্গলা পারুয়া গ্রামের ইমরুলের ছেলে এবং আহত মানিক হোসেন একই এলাকার আমিরুল ইসলামের ছেলে বলে তথ্য পাওয়া যায়। তবে আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে মানিক ও রাজিব মটরসাইকেলে করে রুহিয়া বাজারে যাচ্ছিলো। এসময় রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার দ্বিপশিখা স্কুল সংলগ্ন রেল ক্রসিংয়ে পৌঁছালে তাদের মটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায় এবং রুহিয়া থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। মটরসাইকেল চালক রাজিব ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত মানিককে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠালে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর রেফার্ড করেন।

ওসি এ কে এম নাজমুল কাদের বলেন, এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

আজকের বোচাগঞ্জ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি দেশটির হাইয়ান বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও দেশটির হাইয়ান প্রদেশের ভাইস গভর্ণর কিওনগাই বো প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার সফরের বিষয়ে জানা গেছে, ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে।

২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি। ২৯ মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ সফরে চারটি ঘোষণা আসতে পারে। যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেবে চীন। এছাড়া মোংলা বন্দরের আধুনিকায়নে অর্থায়নের বিষয়টিও যুক্ত থাকবে।