বোচাগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। এসময় ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ সাহান পারভেজ, মোঃ হাবিবুর রহমান হাবু, নিমাই চন্দ্র দেবশর্মা, উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, উপজেলা মৎস্য অফিসার প্রণব কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিবব, উপজেলা শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহাগ, সেতাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলমসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ থাকে যে, আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাসুল খাওয়ানো হবে। এই দিনে সেতাবগঞ্জ পৌরসভাসহ অত্র উপজেলায় ১৭৫০ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১৬ হাজার ৫২০ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। অত্র উপজেলার ১৬২টি কেন্দ্র থেকে এ কার্যক্রম পরিচালিত হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ সফল করার জন্য সকলের কাছে সহযোগিতা চেয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়।
আপনার মতামত লিখুন