বোচাগঞ্জে নারী ও শিশু ধর্ষন বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শান্তিপূর্ণ মশাল মিছিল

দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার নারী ও শিশু ধর্ষন বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শান্তিপূর্ণ মশাল মিছিল করেছে শিক্ষার্থীসহ শত শত সচেতন নারী ও পুরুষ। পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মাগরিবের নামাজ শেষে সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দলে দলে উপস্থিত হন শিক্ষার্থীসহ শত শত মানুষ । এসময় তারা ধর্ষন বিরোধী বিভিন্ন শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তোলে কেন্দ্রী শহীদ মিনার চত্ত¡র। এরপর সন্ধ্যা ৭টায় একটি শান্তিপূর্ণ মশাল মিছিল বের হয়। মিছিলে তুমি কে আমি কে আছিয়া, আছিয়া, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই। উই ওয়ান্ট জাস্টিসসহ বিভিন্ন ধরণের শ্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে এসে পৌছালে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যদেন মেলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা বুলবুল। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২-বিরল বোচাগঞ্জ আসন হতে জাতীয় নাগরিক কমিটির এমপি মনোনয়ন প্রত্যাশী আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার বিভাগীয় পরিচালক মোঃ ইসমাইল হোসেন, ছাত্র প্রতিনিধি মোঃ ফয়সাল মোস্তাক, প্রীতি, সাধারণ শিক্ষার্থী যথাক্রমে মোছাঃ, মাসুমা মনি, মোঃ রিফাত হোসেন, সুমন, মোঃ সাকিব, মোঃ শান্ত, মোঃ রিদয়, কবির, রাতুল, রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন